প্রাপ্তির খাতাটা শূন্য রেখেই মৌসুম শেষ হচ্ছে ম্যানচেস্টার সিটির। মৌসুমের অন্তিম পর্যায়ে এসে ‘সর্বহারা’ দলটির একমাত্র লক্ষ্য সেরা পাঁচে থেকে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া। গত ২০ মে দিবাগত রাতে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়ে সে পথে অনেকটাই এগিয়ে গেছে সিটিজেনরা।
চলমান মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি থেকে বিদায় নেবেন, সে ঘোষণা কিছুদিন আগেই দিয়েছেন কেভিন ডি ব্রুইনে। সিটিজেনদের হয়ে মাঠে নামতে পারবেন আর মাত্র ৪ ম্যাচ-ইংলিশ প্রিমিয়ার লিগে ৩ রাউন্ড এবং এফএ কাপের ফাইনাল।
ম্যানসিটি ছাড়ার ঘোষণা
ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হচ্ছে কেভিন ডি ব্রুইনের। চলতি মৌসুম শেষেই ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটি ছাড়ার ঘোষণা দিয়েছেন এই তারকা মিডফিল্ডার। যদিও ম্যানসিটি অধ্যায় শেষে কোথায় যাবেন সেটা নিয়ে এখনও কিছু জানাননি ডি ব্রুইনে।